Posts

Showing posts from June, 2013

ফ্রিল্যান্স মার্কেটপ্লেস পরিচিতি

যেসব ওয়েবসাইটে আউটসোর্সিংয়ের কাজ পাওয়া যায় সেগুলোকে ফ্রিল্যান্স মার্কেটপ্লেস বা বাজার বলা হয় । এ ক্ষেত্রে দুই ধরনের ব্যবহারকারী থাকে । যারা কাজ প্রদান করে তাদের বলা হয় ক্লায়েন্ট , বায়ার , ফ্রিল্যান্সার , প্রোভাইডার , সেলার বা কোনো কোনো ক্ষেত্রে কোডার । একটি কাজের জন্য অসংখ্য কোডার ইরফ বা আবেদন করে এবং ওই কাজটি কত টাকায় সম্পন্ন করতে পারবে তা উল্লেখ করে । এদের মধ্য থেকে ক্লায়েন্ট যাকে ইচ্ছা তাকে নির্বাচন করতে পারে । সাধারণত পূর্বকাজের অভিজ্ঞতা , টাকার পরিমাণ এবং বিড করার সময় কোডারের মন্তব্য কোডার নির্বাচন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে । কোডার নির্বাচন করার পর ক্লায়েন্ট কাজের সম্পূর্ণ টাকা ওই সাইটগুলোতে জমা করে দেয় । এর মাধ্যমে কাজ শেষ হওয়ার পর সাথে সাথে টাকা পাওয়ার নিশ্চয়তা থাকে । পুরো সার্ভিসের জন্য কোডারকে কাজের একটা নির্দিষ্ট অংশ ওই সাইটকে ফি বা কমিশন হিসেবে দিতে হয় । এই পরিমাণ ওয়েবসাইট এবং সার্ভিস ভেদে ভিন্ন ভিন্ন (১০% থেকে ১৫%) ।

আউটসোর্সিং কী?

আউটসোর্সিং হচ্ছে একটি প্রতিষ্ঠানের কাজ , যা নিজেরা না করে তৃতীয় কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির সাহায্যে করিয়ে নেয়া । এই কাজ হতে পারে পণ্যের ডিজাইন অথবা সম্পূর্ণ উৎপাদন কাজ সম্পন্ন করা । সাধারণত উৎপাদন খরচ কমানো এবং দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্যই আউটসোর্সিং করা হয় । একটি প্রতিষ্ঠানের কাজ নিজ দেশে সম্পন্ন না করে ভিন্ন দেশ থেকে করিয়ে আনাকে অফশোর আউটসোর্সিং বলা হয় । এর মূল লক্ষ্য হচ্ছে পণ্যের গুণগত মান ঠিক রেখে কম পারিশ্রমিকের মাধ্যমে কাজটি সম্পন্ন করা ।

ফ্রিল্যান্স আউটসোর্সিং করে ঘরে বসেই উপার্জন করুন!

বর্তমান সময়ে আমাদের দেশে তরুণদের কাছে সবচেয়ে আলোচিত বিষয়ের একটি হচ্ছে ফ্রিল্যান্স আউটসোর্সিং। যদিও আমাদের দেশে এখনো এ বিষয়টি নতুন, কিন্তু এরই মধ্যে অনেকে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজেদের ভাগ্য সম্পূর্ণরূপে পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। পড়ালেখা শেষে বা পড়ালেখার সাথে সাথে ফ্রিল্যান্সিংয়ে গড়ে নিতে পারেন আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার। এ ক্ষেত্রে ইংরেজি জানা এবং আইটিতে কিছুটা দক্ষ লোকদের জন্য ভালো সম্ভাবনা রয়েছে। আয়ের দিক থেকেও অনলাইন ফ্রিল্যান্সিংয়ে রয়েছে অভাবনীয় সম্ভাবনা। ফ্রিল্যান্সিং হচ্ছে মাল্টিবিলিয়ন ডলারের একটা বিশাল বাজার। উন্নত দেশগুলো কাজের মূল্য কমানোর জন্য আউটসোর্সিং করে থাকে। এখানে প্রতি মুহূর্তে নতুন নতুন কাজ আসছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তান সেই সুযোগকে ভালোভাবে কাজে লাগিয়েছে। আমরাও যদি ফ্রিল্যান্সিংয়ের বিশাল বাজারের সামান্য অংশ কাজে লাগাতে পারি তাহলে এটি হতে পারে আমাদের অর্থনীতি মজবুত করার শক্ত হাতিয়ার।

What is freelancing?

What are freelancing careers like and what exactly do they entail? These are the questions that many people ask when considering a freelance career. In general, freelancing jobs are very broad and the nature of the work varies greatly, so the answers to these questions can be equally as diverse. If you find yourself considering a freelance career, let us give you a crash course on the nature of the work, the options available to you, and the advantages and disadvantages of choosing a freelance career over working for a full-time employe r.

freelance news

Do you want to know about freelance? so click this <html <a="http//www.freelance3blogspot.com<freelance</a></html>