ফ্রিল্যান্স মার্কেটপ্লেস পরিচিতি

যেসব ওয়েবসাইটে আউটসোর্সিংয়ের কাজ পাওয়া যায় সেগুলোকে ফ্রিল্যান্স মার্কেটপ্লেস বা বাজার বলা হয়এ ক্ষেত্রে দুই ধরনের ব্যবহারকারী থাকেযারা কাজ প্রদান করে তাদের বলা হয় ক্লায়েন্ট, বায়ার, ফ্রিল্যান্সার, প্রোভাইডার, সেলার বা কোনো কোনো ক্ষেত্রে কোডারএকটি কাজের জন্য অসংখ্য কোডার ইরফ বা আবেদন করে এবং ওই কাজটি কত টাকায় সম্পন্ন করতে পারবে তা উল্লেখ করেএদের মধ্য থেকে ক্লায়েন্ট যাকে ইচ্ছা তাকে নির্বাচন করতে পারেসাধারণত পূর্বকাজের অভিজ্ঞতা, টাকার পরিমাণ এবং বিড করার সময় কোডারের মন্তব্য কোডার নির্বাচন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেকোডার নির্বাচন করার পর ক্লায়েন্ট কাজের সম্পূর্ণ টাকা ওই সাইটগুলোতে জমা করে দেয়এর মাধ্যমে কাজ শেষ হওয়ার পর সাথে সাথে টাকা পাওয়ার নিশ্চয়তা থাকেপুরো সার্ভিসের জন্য কোডারকে কাজের একটা নির্দিষ্ট অংশ ওই সাইটকে ফি বা কমিশন হিসেবে দিতে হয়এই পরিমাণ ওয়েবসাইট এবং সার্ভিস ভেদে ভিন্ন ভিন্ন (১০% থেকে ১৫%)

Comments

Popular posts from this blog

গ্রামীণফোন, এয়ারটেল, বাংলালিংক, রবি, টেলিটক, সিটিসেল মোবাইলের কিছু গুরুত্বপূর্ন কোড ।

Grameenphone New SIM 34Tk & 54Tk Recharge With Free 1GB Data Offer

Application Outsourcing: Services Overview At Accenture, outsourcing isn’t a transaction—it’s a partnership designed to deliver reliability, value and innovation.