জেলা প্রশাসকের চত্ত্বর ও কালেক্টরেট পার্কে চালু হলো ফ্রি ওয়াইফাই জোন
জেলা প্রশাসকের চত্ত্বর ও কালেক্টরেট পার্কে চালু হলো ফ্রি ওয়াইফাই জোন এস এম আরিফ : তথ্য প্রযুক্তিতে অবাধ প্রবেশাধিকারে লক্ষ্যে যশোরের জনসাধরণের জন্য ফ্রি দ্রুতগতির ইন্টারনেট সেবা চালু করলো জেলা প্রশাসন। এর আওতায় যশোর কালেক্টরেট চত্বর ও নিয়াজ পার্ক এলাকায় আজ থেকে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবে যশোরবাসী। বুধবার বিকালে যশোর পৌরসভার অর্থায়নে এবং জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ওয়াইফাই ফ্রি ইন্টারনেট জোনের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান। এ উপলক্ষে নিয়াজ পার্কে জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহারকে সহজতর করতে ডিজিটাল জেলায় দ্রুতগতির ফ্রি ইন্টারনেট সেবায় যশোর আরো একধাপ এগিয়ে গেল। এ কার্যক্রম শুধু জেলা প্রশাসকের কার্যালয় চত্বরেই সীমাবদ্ধ থাকবে না। অচিরেই ওয়াইফাই ফ্রি ইন্টারনেটের আওতায় আসবে প্রেসক্লাব যশোর এবং নিউমার্কেট বাসস্ট্যান্ড। পর্যায়ক্রমে সেবাটি ছড়িয়ে দেওয়...