জেলা প্রশাসকের চত্ত্বর ও কালেক্টরেট পার্কে চালু হলো ফ্রি ওয়াইফাই জোন

জেলা প্রশাসকের চত্ত্বর ও কালেক্টরেট পার্কে চালু হলো ফ্রি ওয়াইফাই জোন
এস এম আরিফ : তথ্য প্রযুক্তিতে অবাধ প্রবেশাধিকারে লক্ষ্যে যশোরের জনসাধরণের জন্য  ফ্রি দ্রুতগতির ইন্টারনেট সেবা চালু করলো জেলা প্রশাসন। এর আওতায় যশোর কালেক্টরেট চত্বর ও নিয়াজ পার্ক এলাকায় আজ থেকে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবে যশোরবাসী।
বুধবার বিকালে যশোর পৌরসভার অর্থায়নে এবং জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ওয়াইফাই ফ্রি ইন্টারনেট জোনের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান। এ উপলক্ষে নিয়াজ পার্কে জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহারকে সহজতর করতে ডিজিটাল জেলায় দ্রুতগতির ফ্রি ইন্টারনেট সেবায় যশোর আরো একধাপ এগিয়ে গেল। এ কার্যক্রম শুধু জেলা প্রশাসকের কার্যালয় চত্বরেই সীমাবদ্ধ থাকবে না। অচিরেই ওয়াইফাই ফ্রি ইন্টারনেটের আওতায় আসবে প্রেসক্লাব যশোর এবং নিউমার্কেট বাসস্ট্যান্ড। পর্যায়ক্রমে সেবাটি ছড়িয়ে দেওয়া হবে যশোরের বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ সকল পাবলিক প্লেসে। যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর অথবা কালেক্টরেট পার্কে অবস্থানকারী ল্যাপটপ কিম্বা  ইন্টারনেট সাপোর্টেড মোবাইল ফোনে dcofficefreewifi নেটওয়ার্ক কানেক্ট করেই Wireless Fidelity ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এ ইন্টারনেট সুবিধা ব্যবহার করে যে কেউ ফাইল, ফটো, কিম্বা যে কোন ডকুমেন্টস আপলোড, ডাউনলোড অথবা শেয়ার করতে পারবেন অনায়াসেই।
ফ্রি ইন্টারনেট উদ্বোধনী অনুষ্ঠানে ডিডিএলজি জহুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) জাহিদ হোসেন পনিরসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং যশোরের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। 
- See more at: http://gramerkagoj.com/details.php?b=153&id=14327#sthash.iKUqtdOM.dpuf

Comments

Popular posts from this blog

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার ভোটকেন্দ্র কোনটি, সিরিয়াল নম্বর কত ? ঘরে বসেই জানুন!

Gremeen phone 1gb net All sim

এন্ড্রয়েড ফোনের বাংলা যুক্ত বর্ণ লেখার নিয়ম