দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার ভোটকেন্দ্র কোনটি, সিরিয়াল নম্বর কত ? ঘরে বসেই জানুন!

 ঘরে বসেই জানুন! আপনার ভোটকেন্দ্র কোনটি, সিরিয়াল নম্বর কত?



আগামী ৭ জানুয়ারি ২০২৪ ভোটগ্রহণ হবে। সাধারণত দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হয়ে থাকে। ভোটার সংখ্যা অনুপাতে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে একাধিক ওয়ার্ডের ভোট গ্রহণ করা হয়। সেজন্য ওয়ার্ড অনুযায়ী আলাদা আলাদা কক্ষ নির্ধারণ করে দেয়া থাকে।
গত নির্বাচনের সময় এসএমএস এর মাধ্যমে ভোটকেন্দ্র সম্পর্কে জানার ব্যবস্থা থাকলেও সেই সুযোগটি এই নির্বাচনে নেই। তবে এবার ভোটকেন্দ্র সম্পর্কিত সকল তথ্য আপনি সহজেই জানতে পারবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট ডট বিডি (smartelectionmanagement.BD) নামে একটি অ্যাপ থেকে।

এই অ্যাপটি চালু করেছে নির্বাচন কমিশন। অ্যাপল-স্টোর বা প্লে-স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করা যাবে।ইন্সটল করার পর জন্মতারিখ এবং ভোটার আইডি কার্ডের নম্বর দিলে যাবতীয় তথ্য জানা যাবে।এসব তথ্যের মধ্যে বর্তমানে কততম পার্লামেন্ট নির্বাচন হচ্ছে, আপনার ভোটার আইডি নম্বর, আপনি কোন ভোটকেন্দ্রে ভোট দিতে পারবেন তার নাম, ভোট কেন্দ্রের ঠিকানা, আপনার ভোট দেয়ার সিরিয়াল নম্বর বা ভোটিং সিরিয়াল নম্বর-সহ বিভিন্ন তথ্য থাকে।

এমনকি আপনি কোন আসনের ভোটার এবং ওই আসনে কোন কোন প্রার্থী কী কী প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন-সে সম্পর্কিত যাবতীয় তথ্যও জেনে নিতে পারবেন এই অ্যাপ থেকে

এছাড়া স্থানীয় নির্বাচন অফিস থেকেও ভোট কেন্দ্র সংক্রান্ত তথ্য জানা যাবে। নির্বাচন অফিসের ভোটার তালিকা থেকে কোন এলাকার ভোটার কোন কেন্দ্রে ভোট দেবেন এবং ভোটারদের সিরিয়াল নম্বরও জানা যাবে। এ তালিকা নিয়েই ভোটের সময় কিংবা এর আগে ভোটারদের তথ্য দিয়ে থাকেন প্রার্থী ও তাদের প্রতিনিধিরা।



Comments

Popular posts from this blog

গ্রামীণফোন, এয়ারটেল, বাংলালিংক, রবি, টেলিটক, সিটিসেল মোবাইলের কিছু গুরুত্বপূর্ন কোড ।

Grameenphone New SIM 34Tk & 54Tk Recharge With Free 1GB Data Offer

Net offer