মাদার বোর্ডের বায়োস সফটওয়্যার আপগ্রেড বা ফ্ল্যাশ করে নিন
মাদার বোর্ডের বায়োস সফটওয়্যার আপগ্রেড বা ফ্ল্যাশ
করে নিন ভাইরাস এবং স্লো পিসি থেকে মুক্তি পেতে
বায়োস কমপিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি, যা কমপিউটারের বিভিন্ন কম্পোনেন্টসমূহের মধ্যে সমন্বয় গড়ে তুলে এর কাজকে অর্থবহ করে তোলে। কোন নতুন ডিভাইস সংযোগ করলে উইন্ডোজকে যেমন আপডেট করতে হয় সেরূপ বায়োসকেও আপডেট করতে হয়। অনেক সময় মাদারবোর্ডের সমস্যা থাকলে নির্মাতা প্রতিষ্ঠান বায়োস সফটওয়্যার আপডেটের মাধ্যমে তার সমাধান প্রদান করে থাকে। আর তাই আপনার পিসিটি ক্লোন ডেস্কটপ হলেও নিয়মিত বায়োস আপডেট করার মাধ্যমে সমস্যার সমাধান ছাড়াও নতুন প্রসেসর বা ডিভাইস সমর্থন যোগ করতে পারবেন।
প্রথমেই বলে নেওয়া ভালো, মাদারবোর্ড আপগ্রেড করা বা ফ্ল্যাশ দেওয়া অত্যন্ত ঝামেলার কাজ। আমরা পর্যায়ক্রমে বিস্তারিত আলোচনার মাধ্যমে সহজ করে উপস্থাপনের চেষ্টা করব।
বায়োস কি ও এর কাজ কি?
বায়োসের পুরো নাম বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। মূলত এটি একটি মেমোরি চিপে লোড করা সফটওয়্যার, এতে আপনার কম্পিউটারকে চালনা করার জন্য কিছু ইন্সট্রাকশন রয়েছে। এই সফটওয়্যারটি মাদারবোর্ডের সিমস চিপে সংরক্ষণ করা থাকে। ডিফল্ট সেটিং থেকে পরিবর্তন করে আপনি যে নতুন সেটিং প্রদান করবেন তাও এই সিমস মেমোরি চিপেই সংরক্ষিত থাকবে। সিমস একটি ভোলাটাইল মেমোরি চিপ যার পাওয়ার বন্ধ করা হলে এতে সেভ করা মেমোরি হারিয়ে যায়। বায়োসের কাজ বলতে গেলে, আপনি কম্পিউটারকে পাওয়ার অন করার পর থেকে কোন রকম অপারেটিং সিস্টেম ছাড়াই হার্ডড্রাইভ, মেমোরির সাথে যোগাযোগ স্থাপন করে অপারেটিং সিস্টেম লোড হতে শুরু করার আগ পর্যন্ত পরিচালনা করে বায়োসের সফটওয়্যার।
বায়োস কমপিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি, যা কমপিউটারের বিভিন্ন কম্পোনেন্টসমূহের মধ্যে সমন্বয় গড়ে তুলে এর কাজকে অর্থবহ করে তোলে। কোন নতুন ডিভাইস সংযোগ করলে উইন্ডোজকে যেমন আপডেট করতে হয় সেরূপ বায়োসকেও আপডেট করতে হয়। অনেক সময় মাদারবোর্ডের সমস্যা থাকলে নির্মাতা প্রতিষ্ঠান বায়োস সফটওয়্যার আপডেটের মাধ্যমে তার সমাধান প্রদান করে থাকে। আর তাই আপনার পিসিটি ক্লোন ডেস্কটপ হলেও নিয়মিত বায়োস আপডেট করার মাধ্যমে সমস্যার সমাধান ছাড়াও নতুন প্রসেসর বা ডিভাইস সমর্থন যোগ করতে পারবেন।
প্রথমেই বলে নেওয়া ভালো, মাদারবোর্ড আপগ্রেড করা বা ফ্ল্যাশ দেওয়া অত্যন্ত ঝামেলার কাজ। আমরা পর্যায়ক্রমে বিস্তারিত আলোচনার মাধ্যমে সহজ করে উপস্থাপনের চেষ্টা করব।
বায়োস কি ও এর কাজ কি?
বায়োসের পুরো নাম বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। মূলত এটি একটি মেমোরি চিপে লোড করা সফটওয়্যার, এতে আপনার কম্পিউটারকে চালনা করার জন্য কিছু ইন্সট্রাকশন রয়েছে। এই সফটওয়্যারটি মাদারবোর্ডের সিমস চিপে সংরক্ষণ করা থাকে। ডিফল্ট সেটিং থেকে পরিবর্তন করে আপনি যে নতুন সেটিং প্রদান করবেন তাও এই সিমস মেমোরি চিপেই সংরক্ষিত থাকবে। সিমস একটি ভোলাটাইল মেমোরি চিপ যার পাওয়ার বন্ধ করা হলে এতে সেভ করা মেমোরি হারিয়ে যায়। বায়োসের কাজ বলতে গেলে, আপনি কম্পিউটারকে পাওয়ার অন করার পর থেকে কোন রকম অপারেটিং সিস্টেম ছাড়াই হার্ডড্রাইভ, মেমোরির সাথে যোগাযোগ স্থাপন করে অপারেটিং সিস্টেম লোড হতে শুরু করার আগ পর্যন্ত পরিচালনা করে বায়োসের সফটওয়্যার।
Comments
Post a Comment