বাংলালিংক প্লে

বাংলালিংক প্লে-এর প্রধান বৈশিষ্ট্যসমূহ:
- সকল প্রি-পেইড (ই-ভাউচার ব্যতীত) গ্রাহক এই প্যাকেজটিতে মাইগ্রেট করতে পারবেন।
- এফএনএফ সেট করতে add <স্পেস> নাম্বার লিখে ৩৩০০ নাম্বারে
ফ্রি এসএমএস করুন। স্পেশাল এফএনএফ সেট করতে ডায়াল করুন *১৬৬*৭*নাম্বার#। এফএনএফ চেক করতে ff লিখে ৩৩০০ নাম্বারে এসএমএস করুন।
- "রাতের কথা" ছাড়া অন্য স্পেশাল ট্যারিফ এবং নতুন সংযোগে রিচার্জে বোনাস পেতে চাইলে এই প্যাকেজ থেকে মাইগ্রেট করতে হবে।
- মাইগ্রেট
করার ৭
দিন পর গ্রাহক প্যাকেজটি পরিবর্তন করতে পারবেন
- স্পেশাল এফএনএফ এবং এফএনএফ সেট করার ৭ দিন পর পরিবর্তন করা যাবে
- ১০ সেকেন্ড পালস্ প্রযোজ্য
১০০ এসএমএস মাত্র ৯৯ পয়সায়, ডায়াল: *২২২*৮#
- এই এসএমএস যে কোন বাংলালিংক
নাম্বারে দিন-রাত ২৪ ঘণ্টা ব্যবহার করা যাবে, যার মেয়াদ ১
দিন
- এই সুবিধা উপভোগ করতে দৈনিক মাত্র ৯৯ পয়সা চার্জ প্রযোজ্য
- এসএমএস ব্যালেন্স
জানতে ডায়াল করুন *১২৪*৩#
- আনসাবস্ক্রাইব
করতে ডায়াল করুন *২২২*৯#
৫ এমবি ইন্টারনেট, মাত্র ২ টাকায়, ডায়াল: *২২২*১*৭#
- ইন্টারনেট
দিন-রাত ২৪ ঘণ্টা ব্যবহার করতে পারবেন, যার মেয়াদ ১
দিন
- ইন্টারনেট
ব্যবহারের পরিমাণ জানতে ডায়াল করুন *২২২*৩#
- এই সুবিধা উপভোগ করতে দৈনিক মাত্র ২ টাকা চার্জ প্রযোজ্য
- এই ৫ এমবি ইন্টারনেট প্যাক ব্যবহার শেষ হলে, ১ পয়সা/১০কই চার্জ প্রযোজ্য হবে
- আনসাবস্ক্রাইব
করতে ডায়াল করুন *২২২*২*৭#
- বাংলালিংক
প্লে-এর কোন বন্ধুকে ৫
এমবি ইন্টারনেট প্যাক গিফ্ট
করতে ডায়াল করুন *১৩২*১৫* বন্ধুর বাংলালিংক প্লে নাম্বার#
ফ্রি ফেসবুক ব্রাউজিং
- আপনার ডাটা এনাবল্ড (এজ/জিপিআরএস)
হ্যান্ডসেটের ডিফল্ট ব্রাউজার ব্যবহার করে 0.facebook.com-এ
ফ্রি ফেসবুক ব্রাউজ করতে পারবেন। "প্রক্সি রেন্ডারিং ব্রাউজার" ব্যবহারের ক্ষেত্রে চার্জ প্রযোজ্য।
- যে কোন ছবি, মাল্টিমিডিয়া
কন্টেন্ট অথবা থার্ড পার্টি অ্যাপিস্নকেশন ব্যবহারের ক্ষেত্রে আপনার ইন্টারনেট প্যাকেজের চার্জ প্রযোজ্য।
- 0.facebook.com থেকে অন্য কোন ওয়েব সাইটে গেলে, আপনার ইন্টারনেট
প্যাকেজের চার্জ প্রযোজ্য হবে।
Comments
Post a Comment