উপভোগ করুন বাংলালিংকের সেরা কল রেট
এখন
বাংলালিংক নাম্বারে কথা
বলুন
দেশের
সেরা
রেট
মাত্র
৪.১৭ পয়সা প্রতি
১০
সেকেন্ড। সাথে
আরো
থাকছে
৪০টি
এসএমএস
এবং
৪০
মিনিট
টকটাইম। *১৩২*২# ডায়াল করে
মেতে
উঠুন
আনন্দ
উৎসবে!
অফারের বিস্তারিত
- সকল বাংলালিংক
প্রি-পেইড (ই-ভাউচার ব্যতীত) এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহক এই অফারটি উপভোগ করতে পারবেন।
- এই অফারের মাধ্যমে গ্রাহক ১০ টাকায় ৪০ মিনিট এবং ৪০ টি এসএমএস উপভোগ করবেন।
- মিনিট ব্যবহার করা যাবে রাত ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যে কোন বাংলালিংক
নাম্বারে (এফএনএফ ও
সুপার এফএনএফ ব্যতীত)।
- এসএমএস ব্যবহার করা যাবে দিন রাত ২৪ ঘন্টা যে কোন বাংলালিংক
নাম্বারে ।
- বান্ডল-এর মেয়াদ ক্রয়ের দিন থেকে তারপরের দিন পর্যন্ত।
- অফার চলাকালীন
সময়ে গ্রাহক যতবার ইচ্ছে বান্ডলটি কিনতে পারবেন।
- একাধিক বান্ডল ক্রয়ের ক্ষেত্রে
আগের বান্ডল ব্যালেন্সের সাথে নতুন ব্যালেন্স যুক্ত হবে এবং মেয়াদ বর্ধিত হবে।
- এসএমএস প্যাক কেনা থাকলে তা বান্ডল এসএমএস-এর পূর্বে ব্যবহৃত হবে।
- রাত ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলালিংক
নাম্বারে কল-এর ক্ষেত্রে অন্য সকল বান্ডল-এর আগে এই বান্ডলটি ব্যবহৃত হবে।
- বান্ডল মিনিটের জন্য ১০ সেকেন্ড পালস প্রযোজ্য।
- ভ্যাট প্রযোজ্য।
Comments
Post a Comment