কম্পিউটার ব্যবহারের টিপস।

কম্পিউটার যারা ব্যবহার করি তাদের কেউ যদি না জানেন তারে জন্য  কম্পিউটারের কি বোর্ডের ওপরের দিকে F1 থেকে F12 পর্যন্ত যে এক ডজন কি আছে সেগুলোকে বলা হয় ফাংশন কি এসব কি একবার চেপেই বিভিন্ন সফটওয়্যারে নানা রকম কাজ করা যায় আজ আমি আপনাদের দেখাব যে এই সব কি-য়ের কাজ কি কি  এরা কোন কোন কাজ করে থাকে  আমরা হয়ত অনেকেই জানি  তাও আবার একটু ঝালিয়ে নেওয়া আর কি 
F1 : 
সহায়তাকারী কি হিসেবে ব্যবহূত হয় F1 চাপলে প্রতিটি প্রোগ্রামের ‘হেল্প’ চলে আসে
F2 : 
সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের নাম বদলের (রিনেমজন্য ব্যবহূত হয় Alt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ফাইল খোলা হয় Ctrl+F2 চেপে ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ দেখা যায়
F3: 
এটি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয় Shift+F3 চেপে ওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ করা হয়
F4 : 
ওয়ার্ডের last action performed আবার (Repeat) করা যায়  কি চেপে Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয় Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়
F5 : 
মাইক্রোসফট উইন্ডোজইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয় F5 চেপে পাওয়ার পয়েন্টের স্লাইড শো শুরু করা যায় ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা হয়
F6 : 
এটা দিয়ে মাউস কারসারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবারনিয়ে যাওয়া হয় Ctrl+Shift+F6 চেপে ওয়ার্ডে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়
F7 : 
ওয়ার্ডে লেখার বানান  ব্যাকরণ ঠিক করা হয়  কি চেপে ফায়ারফক্সের Caret browsing চালু করা যায় Shift+F7 চেপে ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দবিপরীত শব্দশব্দের ধরন ইত্যাদি জানার অভিধান চালু করা হয়
F8 : 
অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে এই কি সাধারণত উইন্ডোজ Safe Mode- চালাতে এটি চাপতে হয়
F9 : 
কোয়ার্ক এক্সপ্রেস .-এর মেজারমেন্ট টুলবার খোলা যায় এই কি দিয়ে
F10 : 
ওয়েব ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয়  কি চেপে Shift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা সংযুক্তিলিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়
F11: 
ওয়েব ব্রাউজার পর্দাজুড়ে দেখা যায় 
F12 : 
ওয়ার্ডের Save as উইন্ডো খোলা হয়  কি চেপে Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল সেভ করা হয় এবং Ctrl+Shift+F12 চেপে ওয়ার্ড ফাইল প্রিন্ট করা হয়

Comments

Popular posts from this blog

গ্রামীণফোন, এয়ারটেল, বাংলালিংক, রবি, টেলিটক, সিটিসেল মোবাইলের কিছু গুরুত্বপূর্ন কোড ।

Grameenphone New SIM 34Tk & 54Tk Recharge With Free 1GB Data Offer

Net offer